বিধিবদ্ধ শর্ত সমূহ
নতূন এবং চালূ প্রতিষ্ঠান গুলিকে বেশ কিছু আইনানুগ ও বিধিবদ্ধ শর্ত পালন করতে হয়। অনেক সময় উদ্যোগপতি নিজেও জানে না কোন কোন বিধি তার প্রতিষ্ঠানের জন্য কার্যকরী। এই সাইটটির মধ্য দিয়ে উদ্যোগপতিদের সেই বোঝা লাঘব করার চেষ্টা করা হয়েছে।
এই সাইটে দেওয়া ফরম্যাটে উদ্যোগপতিদের নিজেদের উদ্যোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য পুরন করতে হবে। একবার এই ফরম্যাট পুরন করে সাবমিট বোতাম টিপলেই বিধিবদ্ধ শর্ত সমূহ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের চেক লিষ্ট পাওয়া যাবে। এই চেক লিষ্ট নির্ভুল হবে যদি দেয় তথ্য নির্ভুল হয়। এছাড়াও বেশ কিছু নিদিষ্ট বিধিবদ্ধ শর্ত সমূহ পূরন করার প্রয়োজন হতে পারে বা এখানে নেই এবং সেইকারনেই ব্যবহার কারীদের সতর্ক হতে হবে,